হাজীপুর বিএনপির সম্মেলনে আসছেন এম. নাসের রহমান। নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য।

প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৫

হাজীপুর বিএনপির সম্মেলনে আসছেন এম. নাসের রহমান। নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য।
booked.net

Manual1 Ad Code

নিজস্ব প্রতিনিধি:- আগামী ৪ জুন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান উপস্থিত থাকবেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

Manual2 Ad Code

 

জানা যায়, কুলাউড়া উপজেলার রাউৎগাও,কর্মধা এবং টিলাগাও ইউনিয়নে ইতিমধ্যে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেসব সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন,সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন অতিথি হিসেবে যোগ দিলেও বিএনপির বর্তমান পুনর্গঠন প্রক্রিয়ায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র এম নাসের রহমান কুলাউড়া উপজেলার কোনো ইউনিয়ন সম্মেলনে এই প্রথম যোগ দিচ্ছেন। এতে হাজীপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন নিয়ে নতুন মাত্রা যোগ হয়েছে। নানা কৌতুহলের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য।

Manual2 Ad Code

 

বিশ্বস্ত সূত্র বলছে , বিএনপির কেন্দ্রীয় নেতা এম নাসের রহমান সম্মেলনে যোগ দেওয়ার ইচ্ছে ব্যক্ত করার পর হাজীপুর ইউনিয়ন বিএনপির গতকালকের (২জুন) সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়। আগামী ৪ জুন বুধবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

এদিকে হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদের নির্বাচন বেশ জমে উঠেছে। ইউনিয়নের ভোটারদের সাথে একাধিকবার আলাপ করে জানা যায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে। যা অকল্পনীয়।

 

হাজীপুর ইউনিয়নে বিএনপির সভাপতি পদে সাবেক সভাপতি ইয়াকুব আলী ও ফারুক আহমেদ পান্না দুজনেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। কাউন্সিলররা বিষয় গুলো বিবেচনায় নিয়ে তাদের পছন্দের প্রার্থী কে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগের মাধ্যমে একজনকে নির্বাচিত করবেন। তবে সময় বলে দিবে কে হচ্ছেন আগামী দিনের দলের কান্ডারী!

 

অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান রুমেন, ইউপি সদস্য ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলাল ও বিএনপি একাংশের সাবেক সাধারণ সম্পাদক জুবেদ আলম।

 

সর্বশেষ তথ্যানুযায়ী যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান রুমেন এবং বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আরেক ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন ধারণা বেশিরভাগ কাউন্সিলরদের।

Manual8 Ad Code

 

সাংগঠনিক সম্পাদক পদে যুবদলের সাবেক সভাপতি আহরারুজ্জান আকরার, ইলিয়াস আলী, ফয়জুর রহমান, আব্দুল মুহিত তাদের কাংখিত পদ পেতে কাউন্সিলরদের খুশী করতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন।

 

তবে শেষমেষ কারা পাচ্ছেন আগামী দুইবছরের জন্য হাজীপুর ইউনিয়ন বিএনপির দায়িত্ব?সে তথ্য জানার জন্য আরও ১ দিন অপেক্ষা করতে হবে।

 

ছবি:- সাবেক এমপি এম.নাসের রহমান।

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!