চা শ্রমিকদের দায়িত্ব সরকারকে নিতে হবে – ডা.শফিকুর রহমান।

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫

চা শ্রমিকদের দায়িত্ব সরকারকে নিতে হবে – ডা.শফিকুর রহমান।
booked.net

Manual2 Ad Code

নিজস্ব প্রতিনিধি:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। শনিবারের বৈঠকে তিনি (প্রধান উপদেষ্টা) আশ্বাস দিয়েছেন, এমন একটি নির্বাচন হবে যেখানে প্রত্যেকটি মানুষ হাসিমুখে ভোট দিয়ে সেন্টার থেকে বের হবে। কেউ গিয়ে দেখবে না যে, একজনের ভোট আরেকজন দিয়ে এসেছে।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

তিনি রবিবার (২৫ মে) মৌলভীবাজারের কুলাউড়ায় দিনব্যাপী দলীয় কর্মসূচির অংশ হিসেবে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

 

Manual5 Ad Code

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার সাথে শনিবারের ওই বৈঠকে জামায়াতের পক্ষ থেকে নির্বাচনে স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে নানা প্রস্তাব দেওয়া হয়েছে। মানবিক করিডোর না দেওয়ার বিষয়েও আমাদের অবস্থান সরকারকে জানানো হয়েছে।

 

ডা.শফিক বলেন, এই দেশে সকল নাগরিক সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। চা শ্রমিকদের দায়িত্বও সরকারকে অন্যান্য নাগরিকদের মতো সমানভাবে নিতে হবে। তারা এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা যদি জনগণের ভোটে দায়িত্ব পাই, তাহলে তাদের সম্মানের সঙ্গে বসবাস নিশ্চিত করব। ধর্মের ভিত্তিতে আমরা কাউকে বিবেচনা করি না। আমরা একটি বন্ধুপ্রতিম সমাজ গড়তে চাই।

 

কুলাউড়া উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির প্রকৌশলী এম. সায়েদ আলী, সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান ও প্রভাষক হামিদ খান, বর্তমান সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নিজাম উদ্দিন প্রমুখ।

 

ডা.শফিকুর রহমান সকাল ১০টায় ব্রাহ্মণবাজারে মহিলা সুধী সমাবেশে যোগদান করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন। সাড়ে ১১টায় কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে চা-শ্রমিকদের সাথে মতবিনিময় সভ, দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে জেলার প্রত্যেক ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে কুলাউড়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে যোগদান, বিকেলে শমসেরনগর চৌমুহনীতে সমাবেশ ও রাতে শরীফপুর ও হাজীপুর ইউনিয়নে পৃথক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

Manual5 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!