রাউৎগাঁও বিএনপির কাউন্সিলে খয়াজ সভাপতি,রিপন সম্পাদক ও টিপু সাংগঠনিক নির্বাচিত।

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

রাউৎগাঁও বিএনপির কাউন্সিলে খয়াজ সভাপতি,রিপন সম্পাদক ও টিপু সাংগঠনিক নির্বাচিত।
booked.net

Manual5 Ad Code

নিজস্ব প্রতিনিধি:- কুলাউড়ায় রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে রাউৎগাঁও ইউনিয়নের মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. হাসনু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সমন্বয়ক সুফিয়ান আহমদ ও সদস্য আব্দুল মুক্তাদির মনুর যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। তিনি তাঁর বক্তব্য বলেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের কথা বললে তারা সংস্কারের অজুহাত দেখান। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশে ১৯ দফার দাবিতে প্রথম সংস্কার শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ২০১৬ সালে সংস্কারের দাবি তুলেন। ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার দাবিতে সংস্কার প্রস্তাব করেন। বিএনপিই একমাত্র সংস্কারের প্রবর্তক। বিএনপিও চায় সংস্কার হোক তাই বলে কি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হবেনা। অন্তবর্তী সরকার জাতীয় নির্বাচনের রোডম্যাপ না করলে শেখ হাসিনার মতোও তাদের অবস্থা হবে। জাতীয় দাবিকে নিয়ে জনগণের সাথে তামাশা করবেন না।

 

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কুলাউড়া বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. আবেদ রাজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, সদস্য শওকতুল ইসলাম শকু, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, মৌলভীবাজার সদর বিএনপি নেতা তোফায়েল আহমদ, কুলাউড়া বিএনপির সদস্য জয়নাল আবেদীন বাচ্চু, শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, ময়নুল হক বকুল, আলমগীর হোসেন ভুঁইয়া, আখদ্দস আলী মাস্টার, আব্দুল মুক্তাদির মুক্তার, ডা. তারু খান, হারুন মিয়া। বক্তব্য দেন উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম ইমন, রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ ও জুনেদ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মৌসুম সরকার, রাউৎগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এম ফয়েজ আলী, সভাপতি জসিম আহমদ, জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম চৌধুরী সামাদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক খালেদুর রহমান, জিয়া পরিষদ কুলাউড়ার সভাপতি হিরো আলম, পর্তুগাল প্রবাসী যুবদল নেতা কাওসার আহমদ, প্রমুখ।

 

বিকেল ৩টায় ২য় অধিবেশনে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়। রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মোঃ হাবিবুর রহমান খয়াজ ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মদরিছ খান পান ৯৭ ভোট।

 

Manual3 Ad Code

সাধারণ সম্পাদক পদে আব্দুল মোহিত চৌধুরী রিপন ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তাজুল ইসলাম পান ১০৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এমদাদুল ইসলাম টিপু ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ গফুর আলী পান ১১৬ ভোট।

 

Manual4 Ad Code

কাউন্সিলে মোট কাউন্সিলার ছিলেন ৪৫৯ জন। কাস্টিং হয় ৪৪০। সভাপতি পদে ৪টি, সম্পাদক পদে ১৪টি ও সাংগঠনিক সম্পাদক পদে বাতিল হয় ১৩ টি ভোট। কাউন্সিলে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শিক্ষক পারভেজ হোসেন ভুঁইয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!