প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫
নিজস্ব প্রতিনিধি:- কুলাউড়ায় ভাতিজা হত্যার দায়ে চাচী শেলি বেগম কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফারহানা ইয়াছমিন চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।
জানা গেছে, ২০১৬ সালে কুলাউড়া উপজেলার কুরবানপুর গ্রামে মাসুক মিয়ার ৭ বছরের ছেলে মাসুম মিয়াকে বঁটি দিয়ে গলায় আঘাত করে হত্যা করেন তার চাচী শেলি বেগম। এ ঘটনায় মাসুক মিয়া কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ৯ বছর পর বৃহস্পতিবার বিজ্ঞ আদালত মামলার রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াহিদ এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট দীপক চন্দ্র ধর।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াহিদ জানান, মামলায় বাদী মাসুক মিয়াসহ ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি ও উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত হত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত মনে করে এই সাজা প্রদান করেন।
ছবিঃ- অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মৌলভীবাজার।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us