হাজীপুর থেকে কৃষক লীগ নেতা আজিজ গ্রেপ্তার।

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

হাজীপুর থেকে কৃষক লীগ নেতা আজিজ গ্রেপ্তার।
booked.net

স্টাফ রিপোর্ট:- কুলাউড়া উপজেলার হাজীপুর থেকে একাধিক অভিযোগে কৃষক লীগ নেতা আব্দুল আজিজ কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে হাজীপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আজিজ হাজীপুর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার।

 

তিনি জানান, তার বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। মঙ্গলবার রাতে হাজীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে আজিজকে গ্রেপ্তার করা হয়।

 

সুজন তালুকদার আরও বলেন, আজিজ এর বিরুদ্ধে মনু প্রকল্পে নিয়োজিত বালুর ট্রাক আটকিয়ে চাঁদাবাজি সহ থানায় একাধিক অভিযোগ রয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad