প্রকাশিত: ৫:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪
নিজস্ব প্রতিনিধি:- কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানে উনয়ন সংস্থা প্রচেষ্টার উদ্যােগে এডভােকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় লংলা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ইউরােপিয়ান ইউনিয়ন ও অক্সফামের অর্থায়নে Empowering Tea Garden Workers Through Transformative Leadership In Tea Garden Sectors of Bangladesh প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সংস্থা প্রচেষ্টা।
৯ নম্বর ওয়ার্ড সদস্য (ইউপি) মিঠুন কালােয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লংলা চা বাগান ব্যবস্থাপক মাে. সাজ্জাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাে. আব্দুল কুদ্দুছ, প্রচেষ্টার প্রােগ্রাম কাে-অডিনেটর মুক্তা রানী দেব, প্রজেক্ট কাে-অডিনেটর রবীদ্র জাকব ত্রিপুরা ও রাম নারায়ন রবিদাস,প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে চা শিল্প। দেশের মধ্যে সবচেয়ে বেশী চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। এখানকার প্রতিটি চা বাগানে ক্ষুদ্র জাতিসত্তার বসবাস রয়েছে। তারা বংশ পরম্পরায় বাগানে চা শ্রমিক হিসেবে কাজ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বক্তারা বলেন, চা বাগানে নারী শ্রমিকরা মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বিশেষ করে লংলা চা বাগানের কর্মপরিবেশ শ্রমিকবান্ধব উল্লেখ করে বক্তারা বলেন, শ্রমিকদের কাজের সুবিধার্থে এখানে পর্যাপ্ত পানীয়জল ও স্যানিটেশন ব্যবস্থা রয়েছে। এর আগে হিঙ্গাজিয়া, লংলা, তারাপাশা ও পাল্লাকাদি চা বাগানে নারী শ্রমিকদের সচেতনতার লক্ষ্যে লােক গান করা হয়। উল্লেখ্য, প্রকল্পের আওতায় কুলাউড়া উপজেলার ১৯টি ও কমলগঞ্জ উপজলার ৬টি চা বাগানে সংস্থাটি কাজ করছে।
ছবিঃ- প্রচেষ্টার উদ্যােগে এডভােকেসি সভা’র অতিথিবৃন্দ।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us