বরমচালে নিখোঁজ জরি মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রকাশিত: ৭:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪

বরমচালে নিখোঁজ জরি মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।
booked.net

নিজস্ব সংবাদ দাতা:- কুলাউড়া উপজেলার বরমচালে জরি মিয়া (৮৫) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি’র লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল শনিবার (১২ অক্টোবর) রাতে ইউনিয়নের ইটাখোলা গ্রামের ইটাছড়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি অত্র ইউনিয়নের পূর্ব মাধবপুর গ্রামের বাসিন্দা।

 

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে জরি মিয়া ফার্মেসি থেকে ঔষধ আনতে বাড়ি থেকে স্থানীয় বাজারে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরেন নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করলেও তাকে আর কোথাও খুজে পাওয়া যাচ্ছিল না।

 

এদিকে নিখোঁজের ২ দিন পর শনিবার বিকালে ইটাছড়া খালে জরি মিয়ার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা কুলাউড়া থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!