নারী সাফ চ্যাম্পিয়নশিপ। ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ।

প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪

নারী সাফ চ্যাম্পিয়নশিপ। ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ।
booked.net

খেলা ডেস্কঃ- চলতি বছরের অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। সোমবার (২ সেপ্টেমবর) আসন্ন এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

 

সাত দল নিয়ে হওয়া আসরে এবার ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

 

আগামী ১৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ২৩ অক্টোবর তারা মুখোমুখি হবে ভারতের।

 

স্বাগতিক নেপালের সঙ্গে ‘বি’ গ্রুপে রয়েছে ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। আগামী ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল ও ৩০ অক্টোবর হবে ফাইনাল।

 

নারী সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সর্বশেষ আসরে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সাবিনা খাতুনরা। এবার শিরোপা ধরে রাখার মিশন বাংলাদেশের সামনে।

 

ছবিঃ- বাংলাদেশ নারী ফুটবল দল।

 

Ad