আজ সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু।

প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৪

আজ সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু।
booked.net

নিজস্ব প্রতিবেদক:- আজ মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা দিয়েই সিলেট বিভাগে এই পরীক্ষা চলছে। গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছিলো।

 

এবারের এইচএসসিতে সিলেট শিক্ষাবোর্ডের চার জেলার ৩০৯টি প্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার দিন শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে যাতে বিঘ্ন না ঘটে এবং নিরাপত্তা বিবেচনায় কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে সিলেট মহানগর পুলিশ।

 

এইচএসসি পরীক্ষার কারণে পৌর এলাকার কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২টি পরীক্ষা কেন্দ্র সহ সকল কেন্দ্রের আশপাশে সমাবেশ মিছিল ছাড়াও  বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

উল্লেখ্য, সিলেট বিভাগের চার জেলায় ৮৭টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে রয়েছে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad