কাদিপুর বন্যা আশ্রয়কেন্দ্রে বৃদ্ধার মৃত্যু।

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুন ২১, ২০২৪

কাদিপুর বন্যা আশ্রয়কেন্দ্রে বৃদ্ধার মৃত্যু।
booked.net

নিজস্ব প্রতিনিধি:- কুলাউড়া উপজেলার বন্যা আশ্রয় কেন্দ্রে রাবেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার অসুস্থ হয়ে তিনি মারা যান। প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন স্কুল অ্যান্ড কলেজে আশ্রিত মোছাঃ রাবেয়া বেগম বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রাবেয়া বেগম কাদিপুর ইউনিয়নের রফিনগর গ্রামের মরহুম মিয়ার মেয়ে।

 

কুলাউড়া উপজেলার বন্যার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) সুজিত কুমার চন্দ জানান, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পর রাবেয়া বেগমকে মৃত ঘোষণা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!