স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে কুলাউড়ার প্রাচী।

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৪

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে কুলাউড়ার প্রাচী।
booked.net

আব্দুল কুদ্দুস:- সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ হয়েছে কুলাউড়া তাহসিন তাবাসসুম প্রাচী। প্রাচী জেলার কুলাউড়া উপজেলার গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক আকদ্দছ আলীর কনিষ্ঠ মেয়ে।

মেডিকেল ভর্তি পরীক্ষায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে সে। প্রাচী শমসেরনগর বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী।

পরীক্ষার ফলাফলে দেখা যায়, প্রাচী ৮০.২৫ মার্কস পেয়ে সারা বাংলাদেশের মধ্যে ৩৮৩ তম হয়েছে।

তাহসিন তাবাসসুম প্রাচী সিলেট শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিজ্ঞান বিভাগ থেকে দুই পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছেন। তার বাড়ি জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গজভাগ গ্রামে।

প্রাচী মুঠোফোনে বলেন- তিনি ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হয়ে দেশ ও জাতির সেবা করতে চান। এজন্য সকলের কাছে দোয়া চান তিনি।

এর আগে রোববার (১১ ফেব্রুয়ারি) মহাখালীর পুরাতন স্বাস্থ্য অধিদপ্তরের বিল্ডিংয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad