সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাড়ছে তেলের দাম।

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩

সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাড়ছে তেলের দাম।
booked.net

আন্তর্জাতিক ডেস্কঃ- মধ্যপ্রাচ্যে ইসরাইল ও হামাসের মধ্যকার ক্রমবর্ধমান সংঘাতের জেরে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের ওপরে চলে গেছে। ইসরাইল জ্বালানি তেলের বড় উৎপাদক নয়। কিন্তু সমুদ্রপথে বিশ্বের তেল বাণিজ্যের এক-তৃতীয়াংশের বেশি হয় মধ্যপ্রাচ্য থেকে। এজন্য চলমান সংঘাতের প্রভাব তেলের বাজারে পড়ছে।

রয়টার্স জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম সাড়ে ৭ শতাংশ বেড়েছে। সর্বশেষ গত শুক্রবার পর্যন্ত ফিউচার মার্কেটে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে ৯০ দশমিক ৮৯ ডলার, যা চলতি বছরের ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ।

তাতে ব্যারেল প্রতি দাম ৮৭ দশমিক ৭ ডলারে পৌঁছেছে। চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে সৌদি আরব ও রাশিয়া উৎপাদন কমানোর ঘোষণা দিলে তেলের দাম ব্যারেলপ্রতি ৯৭ ডলার হয়েছিল। কিন্তু বর্তমান সংকটের কারণে সেই দর ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) বর্তমান অবস্থাকে অনিশ্চয়তায় পরিপূর্ণ হিসেবে বর্ণনা করেছে। তবে ইসরাইল-হামাস যুদ্ধ এখনো সরবরাহব্যবস্থায় সরাসরি প্রভাব ফেলেনি বলে জানায় সংস্থাটি। আইইএ তার সদস্য দেশগুলোকে জরুরি মজুতের তথ্য প্রকাশ করা এবং চাহিদা সংযম ব্যবস্থা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

এদিকে সিএনএন জানিয়েছে, হামাস-ইসরাইল সংকট ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের বাজারেও প্রভাব ফেলতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad