আমরা কী খাব? আর পারছি না রাষ্ট্র।

প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩

আমরা কী খাব? আর পারছি না রাষ্ট্র।
booked.net

বিনোদন ডেস্কঃ- দেশের মিডিয়া পাড়ায় কথা বলার মতো অনেক বিষয় আছে। যা নিয়ে রীতিমতো নানা কথা হয়। এর গণ্ডি পেরিয়েও অনেকেই কথা বলে থাকেন, তার মধ্যে ওমর সানীও একজন। দেশের বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা গেছে তাকে।

এবারও তেমনি একটি পোস্ট দিয়েছেন দেশের চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় এই নায়ক। রাষ্ট্রকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট করে তিনি লিখেন, ‘সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন, আমরা কী খাব? আর পারছি না রাষ্ট্র।’

সম্প্রতি ফেসবুকে এমন একটি পোস্ট দেন ওমর সানী। হঠাৎ এমন পোস্ট নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন তিনি। বললেন, এক প্রকার বাধ্য হয়েই লিখলাম। নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ বাঁচবে কীভাবে। খাবেটা কী?

ওমর সানীকে অভিনয় জগতে আর তেমন দেখা যায় না। বলা যায়, পুরোপুরি ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন সানী। ‘চাপওয়ালা’ নামের একটি রেস্টুরেন্ট চালু করেছেন। এ ব্যবসা করতে গিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাফিয়ে বাড়ার ব্যাপারটি আরও গভীরভাবে উপলব্ধি করেছেন তিনি।

Ad