প্রকাশিত: ৬:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩
সংবাদ দাতাঃ- কুলাউড়া উপজেলায় জটিল রোগে আক্রান্ত লিভার, কিডনী, ক্যান্সার, প্যারালাইজড রোগী ও অসহায় গরীবদের মাঝে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ৬৯ জন লিভার, কিডনী, ক্যান্সার, প্যারালাইজড রোগী ও অসহায় গরীবদের মধ্যে ৩৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা পরিচালনায় কুলাউড়া উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আবু জাফর রাজু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় আমি আমার দায়িত্বকালীন সময়ে শিক্ষাসহ বিভিন্নক্ষেত্রে কুলাউড়ার উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ভবন নির্মাণসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের সুচিকিৎসার জন্য চিকিৎসা ব্যয়ের চেক বিতরণ করা হয়েছে।
আজ প্রায় ৬৯জন দুস্থ রোগীদের মধ্যে লিভার, কিডনী, ক্যান্সার, প্যারালাইজড রোগী ও অসহায় গরীবদের প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ৩৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম , সহ -সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গৌড়া দে, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মুছাদ্দিক আহমেদ নোমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি শাকিল রশিদ চৌধুরী, প্রমুখ।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us