শ্রী রাধেশ্যাম রায় চন্দন স্যার’র অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন। ব্যাচ ৯৭’র শোক প্রকাশ।

প্রকাশিত: ৭:২১ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২৩

শ্রী রাধেশ্যাম রায় চন্দন স্যার’র অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন। ব্যাচ ৯৭’র শোক প্রকাশ।
booked.net

স্টাফ রিপোর্টঃ- নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী রাধেশ্যাম রায় চন্দনের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল রাত মরদেহ কুলাউড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর পর ১২.৩০ মিনিটে রেলওয়ে শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে সহ আত্মীয়স্বজন ও অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন। চন্দনের মৃত্যুতে কুলাউড়ার শিক্ষাঙ্গন,সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গন পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

রাধেশ্যাম রায় চন্দন গত জানুয়ারি মাসে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতাল ও নিজ বাসায় ডাক্তারের চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত ৯ আগস্ট কুলাউড়া শহরের মাগুরাস্থ বাসায় তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৩ আগস্ট (বুধবার) বিকাল ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শ্রী রাধেশ্যাম রায় চন্দন কুলাউড়া পৌর শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন সহকারী শিক্ষকতার পর জালালাবাদ উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে অবসরগ্রহণ করেন। পরবর্তীতে লংলা চা বাগানের ডানকান ক্যামেলিয়া উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি শিক্ষকতার পাশাপাশি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

শোক প্রকাশঃ- রাধেশ্যাম রায় চন্দন স্যার’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ব্যাচ ৯৭’র প্রধান সমন্বয়ক এড. ফয়সল মিয়া, আব্দুল কাইয়ুম মিন্টু, নুরুল ইসলাম ইমন, লুৎফুর রহমান বাবু,  সোহেল আহমেদ, রাসেল আব্দুল্লাহ, আবু কাহের সুমন, সালাউদ্দিন তারেক,ফখরুল রিপন, তাহলিল তায়েফ, ডাঃ আবু বকর নাসের রাশু, আদনান রাব্বি, হাবিবুর রহমান চৌধুরী নওশাদ, ফয়সল আহমেদ মারুফ, সাইদুজ্জামান রাসেল, ফজলু মিয়া, ওবায়দুল্লাহ সরকার, ফরহাদ মজুমদার, আবু তাহের আহাদ, মামুন রহমান, সৈয়দ ইমন, রাসেল খান, ইমরান হোসেন, রায়হান চৌধুরী, জায়েদ রহমান, আব্দুল আলীম, সায়মন চৌধুরী, মোস্তফিজুর রহমান, অমিয় কুমার মিত্র, আব্দুস সালাম, মোহাম্মদ হাবিব, মাহবুব বকস, সোহেল আহমেদ, জাহেদুল আলম ভুইয়া সুমন, দেলোয়ার, রানা,আহমেদ লিমন, এন আই চৌধুরী সায়েম, মো:খায়রুল বাশার, প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad