চাঁদ দেখা গেছে। ২৯ জুন পবিত্র ঈদুল আজহা।

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩

চাঁদ দেখা গেছে। ২৯ জুন পবিত্র ঈদুল আজহা।
booked.net

অনলাইন ডেস্কঃ- আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার (১৯ জুন) রাতে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহার দিন নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের নবম দিনে।

Ad