ধর্ষণ মামলায় বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মুহিবুর আটক।

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৩

ধর্ষণ মামলায় বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মুহিবুর আটক।
booked.net

Manual1 Ad Code

নিজস্ব প্রতিনিধি:- কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামী উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমানকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে (৫নং আমলী) জামিন নিতে গেলে বিচারক দাউদ হাসান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মুহিবুর রহমান কলেজ ছাত্রী ধর্ষণ মামলার একমাত্র আসামী ছিলেন।

Manual5 Ad Code

জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া গ্রামের মৃত সাজিদ মিয়ার পুত্র কুলাউড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমানের বিরুদ্ধে একই গ্রামের কলেজ পড়ুয়া ছাত্রী (২৬) কুলাউড়া থানা ও মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করে। মামলায় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগ আনা হয়।

এরই পরিপ্রেক্ষিতে কুলাউড়া থানা পুলিশ সোমবার (১২ জুন) মুহিবুর রহমানের বাড়ীতে অভিযান চালিয়ে মোকাদিছুর রহমান রানা (২২) নামে একজন কে আটক করে। মঙ্গলবার (১৩ জুন) মুহিবুর রহমান মৌলভীবাজার আদালতে জামিন নিতে যান। পরে চিফ জুডিশিয়াল (৫নং আমলী) আদালতের ম্যাজিস্ট্রেট দাউদ হাসান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual1 Ad Code

উল্লেখ্য, কলেজ পড়ুয়া দরিদ্র ছাত্রীকে (২৬) বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৫ মে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠে। পহেলা জুন ওই কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে কুলাউড়া থানা ও মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!