কুলাউড়া শহরে জানজট নিরসনে প্রশাসনের সভা অনুষ্টিত।

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুন ২, ২০২১

কুলাউড়া শহরে জানজট নিরসনে প্রশাসনের সভা অনুষ্টিত।
booked.net

এইচডি রুবেলঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার পৌর শহরের যানজট নিরসনে এক মতবিনিময় সভা ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, ওসি বিনয় ভূষণ রায়, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভার.) এমদাদুল ইসলাম ভুট্টো, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, প্রবীণ রাজনীতিবিদ গিয়াস উদ্দিন আহমদ, ট্রাফিক ইন্সপেক্টার সিরাজ মিয়া, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, পৌর কাউন্সিলর হারুন উর রশীদ, কুলাউড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুছ ছালাম, কুলাউড়া সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক এম আতিকুর রহমান আখই, সাবেক সম্পাদক মইনুল ইলাম শামীম, পরিবহন শ্রমিক সমিতির সভাপতি মো. মাখন মিয়া, সম্পাদক রাজু আলী রাজুম, লেগুনা পিকআপ সমিতির সভাপতি প্রভাষক এএনএম আলম, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আবু বকর আবু, সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির সম্পাদক মো. সোহাগ, অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি মো. আকাশ, হকার্স সমিতির নেতা শরীফ মিয়া প্রমুখ।

আরো পড়ুনঃ সোশ্যাল মিডিয়া থেকে বলিউড তারকাদের কোটি টাকা আয়।

ব্যবসায়ী ও পরিবহন নেতৃবৃন্দের উপস্থিতিতে শহরের যানজট নিরসনে শহরের ভেতর থেকে সিএনজি স্ট্যান্ড সরিয়ে শহরের দু’প্রান্তে দু’স্ট্যান্ডে স্থানান্তর, হকার্সসহ অন্যান্য যানের জন্য বিকল্প ব্যবস্থা ও সমন্বিত উদ্যোগ গ্রহণ, টাক্সফোর্স গঠন করে অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন, শহরের অবৈধ দোকানপাঠ উচ্ছেদসহ বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad