মক্কায় হোটেলে আগুন লেগে আট ওমরাযাত্রীর মৃত্যু।

প্রকাশিত: ৬:১৮ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৩

মক্কায় হোটেলে আগুন লেগে আট ওমরাযাত্রীর মৃত্যু।
booked.net

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ- সৌদি আরবের মক্কায় একটি হোটেলে আগুন লেগে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। তারা পাকিস্তানি বংশদ্ভূত এবং সবাই ওমরা করতে এসেছিলেন।শনিবার এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। খবর:-গালফ নিউজ।

জেদ্দার পাকিস্তান দূতাবাস জানায়, মৃত চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের দুইজন বিহারের ও বাকি দুইজন কাসুরের বাসিন্দা। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Manual8 Ad Code

আগুনের ঘটনায় আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আহতদের চিকিৎসা চলছে।

Manual3 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, এই ভয়াবহ ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত এবং শোকাহত পরিবারগুলোকে সহায়তায় জেদ্দায় থাকায় কর্মকর্তারা কাজ করছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

Manual4 Ad Code

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি।

Ad

Follow for More!