প্রকাশিত: ৭:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃ-বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্ত বেড়েছে। মারা গেছে ৯৭৯ জন। আক্রান্ত হয়েছে এক লাখ ৪৪ হাজার ৩৭৪ জন। গতকাল বুধবার করোনায় আক্রান্ত হয়েছিল ৬৭ হাজার ৭৫৯ জন। আর মারা গিয়েছিল ৫৭৯ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ৬৭ লাখ ৯১ হাজার ৫৪৫ জন। মারা গেছে ৬৮ লাখ ৬১ হাজার ৭৫৮ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৯৩ লাখ ২৭ হাজার ৯৬৪ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৬৬ লাখ ১১ হাজার ৫১২ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৯ হাজার ৬৬২ জনের।
তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৯ লাখ ১৫ হাজার ৪৫৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ৩৯৮ জন মানুষের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৯ লাখ ৬৭ হাজার ৮১৭ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৬ হাজার ৪২৫ জনের।
এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮৪ লাখ ৭৬৬ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৭২ হাজার ৮৮২ জনের।
তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪১৮ জন। মৃত্যু হয়েছে সাত লাখ এক হাজার ৪৯৪ জনের।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us