কুলাউড়ায় পুলিশের অভিযানে তিন ছাগল চোর আটক।

প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২

কুলাউড়ায় পুলিশের অভিযানে তিন ছাগল চোর আটক।
booked.net

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টঃ- কুলাউড়া থানা পুলিশের অভিযানে সিএনজি গাড়ী সহ তিন জন ছাগল চোর কে আটক করা হয়েছে। আটককৃতরা হলো – ১.পারভেজ আহমদ পাবেল (২৩), পিতা-আব্দুল জলিল, মাতা-মনাই বেগম, সাং-উত্তর লস্করপুর, সাং-আলালপুর, কুলাউড়া পৌরসভা। ২. মোঃ হান্নান (২৫), পিতা-ফজলুর রহমান, মাতা-রুফিয়া খাতুন, সাং-বড়কাপন, ০৭নং কুলাউড়া ইউপি। ৩.তাজুল মিয়া (২৪), পিতা-বাবুল মিয়া, মাতা-ছায়া বেগম, সাং-একিদত্তপুর, ০৮নং রাউৎগাঁও ইউপি, সর্ব থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার।

Manual7 Ad Code

জানা যায়, ১৫ ডিসেম্বর দুপুরের দিকে ছাগল চোর’রা সংঘবদ্ধ হয়ে কুলাউড়া উপজেলার লংলা খাস ভেলিক্লাব রাবার বাগান হইতে ০২টি ছাগল চুরি করিয়া সিএনজি যোগে পালিয়ে যাওয়ার সময় ব্রাম্মনবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া চৌমুহনীতে পৌছিলে কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জিবান স্থানীয় জনসাধারণের সহায়তায় তাদের গ্রেফতার করতে সক্ষম হোন।

Manual5 Ad Code

ঘটনার বিষয়ে ছাগলের মালিক লাভলী আক্তার (৩৭), স্বামী-খুরশেদ আলী, সাং-লংলা খাস, ০৯নং টিলাগাঁও ইউপি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার বাদী হইয়া থানায় অভিযোগ দায়ের করিলে কুলাউড়া থানার মামলা নং-১৫, তারিখ: ১৬/১২/২০২২ খ্রিঃ, ধারা: ৩৭৯ পেনাল কোড রুজু করে। গ্রেফতারকৃত আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual2 Ad Code

ছবিঃ- পুলিশের হাতে আটক তিন ছাগল চোর।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!