ডিজিটাল বাংলাদেশ পুরস্কারে মনোনীত হচ্ছেন ডা. মিঠুন সরকার।

প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

ডিজিটাল বাংলাদেশ পুরস্কারে মনোনীত হচ্ছেন ডা. মিঠুন সরকার।
booked.net

স্টাফ রিপোর্টঃ- কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২২’ পদকে চূড়ান্ত মনোনীত হয়েছেন। জেলা পর্যায়ে সাধারণ সরকারি (শ্রেষ্ঠ ব্যক্তি) ক্যাটাগরিতে তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হন। আগামীকাল (১২ ডিসেম্বর) ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ পদক গ্রহণ করবেন বলে জানা যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর থেকে’ও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

হবিগঞ্জ জেলা সদরের বাসিন্দা ডা. মিঠুন সরকার প্রাণী সম্পদে নিয়োগপ্রাপ্ত ৩১তম বিসিএস ক্যাডার। তিনি ২০১৩ সালে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় ভেটেরিনারি সার্জন পদে যোগদান করেন। একই পদে মৌলভীবাজার সদর ও নরসিংদী সদর উপজেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি নিয়ে ২০২১ সালে কুলাউড়ায় প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

ডা. মিঠুন সরকার বলেন, ৭ বছরের শ্রম ও অদম্য চেষ্টা আর উদ্ভাবনের নিরন্তর প্রচেষ্টার প্রাপ্তি জাতীয় এ পুরস্কার। এ পথ চলায় অসংখ্য মানুষের অবদান রয়েছে। তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad