ভর্তির জন্য কোনো পরীক্ষা হচ্ছে না। অনলাইনে চলবে কাজ।

প্রকাশিত: ৭:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২

ভর্তির জন্য কোনো পরীক্ষা হচ্ছে না। অনলাইনে চলবে কাজ।
booked.net

অনলাইন ডেস্কঃ- এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এখন শিক্ষার্থীদের ভাবনা একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া। বরাবরের মতো এবারও একাদশে ভর্তি হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি সোমবার (২৮ নভেম্বর) এ তথ্য জানান। তিনি বলেন, ভর্তির জন্য কোনো পরীক্ষা হচ্ছে না, অনলাইনে হবে ভর্তির কাজ।মন্ত্রী আরও বলেন, একাদশে ভর্তি যে পদ্ধতিতে হয়, এ বছরও সে পদ্ধতিতেই হবে। সেখানে কোনো ব্যত্যয় হবে না।

ভর্তিতে আসন সংকট হওয়ার কোনো কারণ নেই এবং যত শিক্ষার্থী পাস করে তার চেয়ে আসনসংখ্যা অনেক বেশি আছে বলেও জানান দীপু মনি।

প্রসঙ্গত, এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাশের পাসের হার ৮৭ দশমিক ৪৪। এর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৯০.৩ শতাংশ, যশোর বোর্ডে ৯৫.৩, রাজশাহী বোর্ডে ৮৫.৮৮, বরিশাল বোর্ডে ৮৯.৬১, কুমিল্লা বোর্ডে ৯১.২৮, দিনাজপুর বোর্ডে ৮১.১৪, সিলেট বোর্ডে ৭৮.৮২, ময়মনসিংহ বোর্ডে ৮৯.০২ শতাংশ ও চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad