প্রকাশিত: ৬:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২২
অনলাইন ডেস্কঃ- ফের আম্পায়ার বিতর্কে বাংলাদেশকে হারাল ভারত। অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারতের দেয়া ১৮৫ রানের টার্গেটে মাত্র ৭ওভারে বিনা উইকেটে ৬৬ রান তুলেছিল বাংলাদেশ। তখন বৃষ্টির আইনে বাংলাদেশ ১৭ রানে এগিয়ে। কিন্তু বৃষ্টি থামতে না থামতেই ভেজা মাঠে বাংলাদেশ ব্যাটিংয়ে নামার জন্য চাপ দেয় ভারত ও আম্পয়াররা।
বৃষ্টির পর ৯ ওভারে ৫৪ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৮৫ রান। কিন্তু ভেজা মাঠে ব্যাটিংয়ে নেমে দ্রুতই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তারপরও বেশ লড়াই করে শেষ বলে ৫ রানে হেরে যায় টাইগাররা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কয়েকবার’ই প্রশ্নটা করা হলো সাকিব আল হাসানকে। বৃষ্টির পর যখন আবার খেলা শুরু হলো,বাংলাদেশের মাঠে নামতে কোনো আপত্তি ছিল কি-না? ডিএলএসের নতুন লক্ষ্য, অ্যাডিলেড ওভালের ভেজা মাঠ অথবা কোনো কিছু নিয়ে আপত্তি তুলে ওই সময়েই মাঠ নামতে আদৌ রাজি ছিলেন কি-না তিনি? নাকি অনেকটা জোর করেই বাংলাদেশকে মাঠে নামতে বাধ্য করা হয়েছে!
সাকিব আল হাসান বিষয়টি এড়িয়ে গেলেও জানা যায়, মাঠ ভেজা থাকার কারণে ওই সময়ই খেলা আবার শুরু করার পক্ষে ছিলেন না সাকিব। দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মাঠ তখনো খেলার উপযোগী ছিল না। সাকিব আম্পায়ারদের সেটাই বোঝাতে চেয়েছেন। ওই সময় আবার মাঠে নামতে রাজি’ও ছিলেন না তিনি।
আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে নেই। খেলায় তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত। বিশেষ করে একবার সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর এ নিয়ে চুপ থাকাই নিয়ম। সাকিবও এ কারণেই মুখ খুললেন না। সংবাদ সম্মেলনে প্রতিবারই কৌশলে এড়িয়ে গেলেন প্রসঙ্গটা। তবে সাকিব বলেন,‘আমার কি ক্ষমতা আছে আম্পায়ারদের কোনো কিছুতে রাজি করানোর!’
দলের আরেকটি সূত্র জানায়,আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করার কিছু নেই। অভিযোগ না করার আরেকটা কারণও থাকতে পারে। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের সামনে যে নতুন লক্ষ্য দেওয়া হয়েছিল, সেটি বরং মূল লক্ষ্যের চেয়ে তুলনামূলক সহজই ছিল। বেশির ভাগ দলই এমন ম্যাচ জিতে যেত। কিন্তু বাংলাদেশ সেটা পারেনি।
বৃষ্টিতে ৫২ মিনিট খেলা বন্ধ থাকার পর আম্পায়াররা যখন ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের নতুন লক্ষ্য নির্ধারণ করে দিলেন, তখন টেলিভিশন পর্দায়ও দেখা গেছে কৌতূহলোদ্দীপক একটা দৃশ্য। ড্রেসিংরুমের সামনে আম্পায়ারদের সঙ্গে কথা বলছেন সাকিব, সেখানে উপস্থিত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। আম্পায়ারদের সঙ্গে কথাবার্তায় কোনো একটা বিষয়ে অসন্তুষ্টই মনে হচ্ছিল সাকিবকে। রোহিত পিঠে হাত দিয়ে তাঁকে সম্ভবত শান্ত করতে চাইলেন। পরে সাকিব ফিরে যান ডাগআউটে। সতীর্থ এবং কোচিং স্টাফের সদস্যরা ঘিরে ধরেন তাঁকে। সাকিব দুই হাতে মাথা চেপে ধরে কিছু একটা বলছিলেন তাঁদের।
সংবাদ সম্মেলনের পর ড্রেসিংরুমে ফেরার পথে সাকিবের কাছে সাংবাদিকরা আবারও জানতে চান, ঠিক কি নিয়ে তিনি কথা বলছিলেন আম্পায়ারদের সঙ্গে? বাংলাদেশ অধিনায়ক এবারও হেসে এড়িয়ে যান প্রসঙ্গটা। তবে দলীয় সূত্র নিশ্চিত করেছে, সাকিব আম্পায়ারদের বোঝাতে চেয়েছেন মাঠ তখনো ভেজা। এই মাঠে খেলা ঝুঁকিপূর্ণ। কিন্তু আম্পায়ারদের সিদ্ধান্ত না মেনে উপায় ছিল না তাঁর।
বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমে লিটন দাসের দুবার পা পিছলানোও প্রমাণ করে, মাঠ তখনো ভেজা ছিল। একবার তো রান নিতে গিয়ে পা পিছলে পড়েই গেলেন লিটন! পরে রান আউট হওয়ার সময়ও দ্বিতীয় রান নিতে গিয়ে গতি কমে গিয়েছিল তাঁর। অবশ্য ম্যাচ শেষে আনুষ্ঠানিক ভাবে সাকিব এর কোনো কিছুকেই হারের কারণ বলতে চাননি।
ছবিঃ- বাংলাদেশ ক্রিকেট টীম।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us