হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন- আজ।

প্রকাশিত: ৬:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২২

হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন- আজ।
booked.net

স্টাফ রিপোর্টঃ- সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল। ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে তাঁর জন্ম হয়। ৬৩ বছরের জীবনে ইহকালীন ও পরকালীন মুক্তির পথ দেখিয়ে একই তারিখে তিনি পৃথিবী ছেড়ে যান।

জাজিরাতুল আরব যখন আইয়ামে জাহেলিয়াত বা পাপাচারের অন্ধকারে ডুবে ছিল, তখন আলোকবর্তিকা হয়ে জন্ম হয় পরম করুণাময় আল্লাহর বার্তা বাহক বা রাসুল (সা.) এর। মক্কার কোরাইশ গোত্রের সাধারণ পরিবারে জন্ম নেন তিনি। সত্যবাদিতা ও সততার প্রতীক ছিলেন তিনি। শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত ছিলেন। করুণা, ক্ষমাশীলতা, বিনয়, দানশীলতা, সহিষুষ্ণতায় তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব।

হজরত মুহাম্মদ (সা.) ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। দীর্ঘ ২৩ বছর ইসলামের শান্তি ও মানবতার বার্তা প্রচার করেন। শুধু আধ্যাত্মিক শিক্ষা নয়, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠারও অগ্রদূত তিনি। তাঁর প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র মদিনা কল্যাণ রাষ্ট্রের প্রথম উদাহরণ।

সারা বিশ্বের দেড়শ কোটি ইসলাম ধর্মাবলম্বীর মতো কুলাউড়ায় ধর্মপ্রাণ মুসলমানরাও যথাযোগ্য মর্যাদায় রাসুল (সা.) এর জন্ম ও ওফাতের দিন তথা ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করছেন। নফল নামাজ আদায় ও রোজা রেখেছেন অনেকে। রাসুলের (সা.) সম্মানে উপজেলার সকল মসজিদে কোরআন খানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি। বন্ধ রয়েছে জাতীয় সংবাদপত্র। দেশের সব সরকারি – বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেল দিনটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। সংবাদপত্রগুলোও ইতিমধ্যে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে।

প্রতিবছরের মতো এবারও কুলাউড়ায় আঞ্জুমানে আল ইসলাহ পৌর শহরের আলালপুর আত্তর খান হাফিজিয়া মাদ্রাসা থেকে দুপুরে র‍্যালী,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। তাছাড়া মনসুর গুলশানে ক্বাদিরী চিশতি সহ বিভিন্ন জায়গায় ধর্মীয় সংগঠনের উদ্দোগে শোভাযাত্রা ও মিলাদ মাহফিল চলছে।

 

Ad