ছাদ খোলা বাসে ‘প্রমীলা দল’কে সংবর্ধনা জানানো হবে।

প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

ছাদ খোলা বাসে ‘প্রমীলা দল’কে সংবর্ধনা জানানো হবে।
booked.net

Manual5 Ad Code

অনলাইন ডেস্কঃ- প্রথমবারের মতো সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী নেপালকে ৩-১ গোলে হারায় বাঘিনী’রা। আর সেই আনন্দে সাফ চ্যাম্পিয়ন দলকে ছাদ খোলা বাসে সংবর্ধনা জানাবে ক্রীড়া মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

Manual6 Ad Code

সোমবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে রাসেল বলেন, ‘আমাদের প্রমীলা দল আমাদের জন্য যে ফলাফল ও সাফল্য বয়ে এনেছে তা অবিস্মরণীয়। এটা বাংলাদেশের জন্য দারুণ এক গর্বের দিন। তারা বাংলাদেশকে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব এনে দিয়েছে। দল ও দলের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমাদের ফুটবলার সানজিদা আক্ষেপ করে বলেছিল যে হয়তো তাদের ছাদখোলা কোনো বাসে সংবর্ধনা দেওয়া হবে না। কিন্তু তারপরও তারা দেশের জন্য শিরোপা জিততে চায়। তার এ আক্ষেপ আমরা ঘোচানোর চেষ্টা করছি’।

তিনি আরও বলেন, ‘আমরা এ ব্যাপারে ইতোমধ্যেই যোগাযোগ করেছি। আমরা আশা করছি যে আগামীকালের মধ্যেই আমরা একটি ছাদখোলা বাসের ব্যবস্থা করে ফেলবো। এয়ারপোর্টে সংবর্ধনা দিয়ে ছাদখোলা বাসে করে আমরা তাদেরকে বাফুফে ভবনে নিয়ে যাবো’।

Manual7 Ad Code

ছবিঃ-সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ট্রফি হাতে বাংলাদেশ নারী ফুটবল দল।

Manual1 Ad Code

Ad

Follow for More!