কুলাউড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা।

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২

কুলাউড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা।
booked.net

Manual3 Ad Code

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়ায় ব্র্যাকের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয়সভা সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ফেরদৌস আক্তার, থানার অফিসার ইনচার্য (ওসি) মো. আব্দুছ ছালেক ও রেলওয়ে থানার ওসি মাজহারুল ইসলাম, ভূকশিমইল ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান, ব্রাহ্মণবাজার ইউপির চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, কাদিপুর ইউপির চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, জয়চন্ডী ইউপির চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, রাউৎগাঁও ইউপির চেয়ারম্যান আকবর আলী সোহাগ, কুলাউড়া সদর ইউপির চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মুন্তাকিম, বাবনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আহসান উদ্দিন, ব্র্যাকের মৌলভীবাজার জেলা ম্যানেজার মো. দেলোয়ার হোসাইন ও কুলাউড়া এসোসিয়েট কর্মকর্তা বিউটি রায়, প্রমুখ।

সভায় বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে সরকারি-বেসরকারি উদ্যোগে একযোগে কাজ করে যাওয়ার আহবান জানান।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!