কর্মধায় তিনশত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ।

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২

কর্মধায় তিনশত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ।
booked.net

আব্দুল কুদ্দুসঃ-কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের তিনটি উচ্চ বিদ্যালয়ের ৩০০ মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ করা হয়েছে। গত সোমবার (১ আগস্ট) দুপুরে কর্মধা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও ব্যবসায়ী নজরুল ইসলাম কায়েছের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ, হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল মালাকার ও লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর গমেজ, প্রমুখ। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, কর্মধা ইউনিয়নে ২০২১-২২ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের আওতায় ইউনিয়নের কর্মধা উচ্চ বিদ্যালয়, হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়ের তিন শত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ করা হয়। যা অতীতে এই ইউনিয়নে কখনো বাস্তবায়ন করা হয়নি। তিনি বলেন, আগামীতে’ও  ইউনিয়নের অন্যান্য প্রাইমারী,মাধ্যমিক স্কুলগুলো থেকে দরিদ্র শিক্ষার্থী বাছাই করে তাদের স্কুল ব্যাগ বিতরণ করা হবে।

ছবিঃ- স্কুল ব্যাগ বিতরণ করছেন আসম কামরুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad