গরমে শিশুদের প্রতি বিশেষ যত্ন।

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২২

গরমে শিশুদের প্রতি বিশেষ যত্ন।
booked.net

সারা দেশে তীব্র তাপদাহ বয়ে চলছে। এর মধ্যে কখনো কখনো খানিকটা বৃষ্টির দেখা মিললেও শেষ পর্যন্ত গরম কমছে না। বাতাসে অস্বাভাবিক আর্দ্রতা, কাঠফাটা রোদ, সব মিলিয়ে জনজীবন অতিষ্ঠ। তাছাড়া তীব্র গরমে শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও রোগব্যাধি বাড়ছে। তাই এ সময়ে শিশুদের প্রতি সতর্ক হয়ে না চললে যেকোনো সময় শিশু অসুস্থ হয়ে যেতে পারে।

গরমে শিশুদের জন্য বিশেষ সাবধানতা-

এই গরমে শিশুদের স্বাস্থ্যের দিকটি বিশেষ ভাবে ভাবতে হবে। শিশুদের বাইরের খাবার যথাসম্ভব এড়িয়ে ঘরে তৈরি টাটকা খাবার খাওয়ান। এই গরমে নবজাতক ও ছয় মাসের কম বয়সী শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে।

প্রতিদিন অন্তত চার থেকে ছয়বার প্রস্রাব হচ্ছে কি না, তা দেখতে হবে। যদি কম হয়, সে ক্ষেত্রে পানি বা তরল খাবার বাড়িয়ে দিতে হবে। গায়ে ‎র‌্যাশ ও ঘামাচি হতে পারে। সে ক্ষেত্রে বিশেষ ওষুধের দরকার নেই। ঘাম হলে সঙ্গে সঙ্গে মুছে দিতে হবে এবং ঠান্ডা বা নিরাপদ পরিবেশে শিশুকে রাখতে হবে।

প্রতিদিন গোসল ও দিনে দুই থেকে তিনবার শরীর মুছিয়ে দিতে হবে। নবজাতকদের জন্য বুকের দুধ বারবার দিতে হবে । গরমের সময় শিশুকে সুতির পাতলা কাপড় পরান।

Ad

Follow for More!