কুলাউড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে অব্যাহতি।

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২২

কুলাউড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে অব্যাহতি।
booked.net
Manual8 Ad Code

 

আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য সামসুল আলম সামাদকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপি হাজীপুর ইউনিয়ন শাখার দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

গত ২১ মার্চ হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমদ পান্না ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই স্বাক্ষরিত অব্যাহতিপত্র থেকে এই তথ্য জানা গেছে। হাজীপুর ইউনিয়ন বিএনপির কমিটি থেকে প্রাথমিক সদস্যের অব্যাহতির বিষয়টি সামসুল আলম সামাদকে অবহিত করে এর অনুলিপি উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমদ পান্না।

Manual3 Ad Code

তাছাড়া হাজীপুর ইউনিয়ন বিএনপির নির্ভরযোগ্য সূত্র দাবী করছে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামসুল আলম সামাদ নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। এমনকি বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামী লীগে যোগদানের জন্য জোর লবিং চালাচ্ছেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!