চলে গেলেন কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন।

প্রকাশিত: ৪:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২২

চলে গেলেন কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন।
booked.net
Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ- রডনি মার্শের মৃত্যুর শোক এখনো কাটিয়ে ওঠেনি অস্ট্রেলিয়ান ক্রিকেট। এরই মধ্যে অস্ট্রেলিয়া জানতে পারল, আরেক কিংবদন্তি শেন ওয়ার্নও চলে গেলেন না ফেরার দেশে। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই লেগ স্পিনার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

Manual2 Ad Code

গতকাল শেন ওয়ার্নের ম্যানেজমেন্ট বিবৃতিতে এই বিষয়টি  জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘শেনকে তার বাংলোয় অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর মেডিকেল দলের আপ্রাণ চেষ্টার পরেও তাকে আর ফেরানো যায়নি।’ এদিকে ওয়ার্নের এমন মৃত্যুতে ক্রিকেট পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code

Ad

Follow for More!