প্রকাশিত: ৬:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এইচ ডি রুবেলঃ- কুলাউড়া থেকে ঢাকা ও চট্টগ্রাম গামী ট্রেন সমুহের আসন বৃদ্ধির দাবীতে স্মারকলিপি প্রদান করেছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি। ২৭ ফেব্রুয়ারী রবিবার রেলওয়ে ষ্টেশন মাষ্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার মেয়র এর মাধ্যমে রেলপথ মন্ত্রনালয় ও রেলওয়ের বিভিন্ন দপ্তরে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপির অনুলিপি রেলপথ মন্ত্রী, বন ও পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী, জেলা প্রশাসক ও প্রধান মন্ত্রীর প্রটোকল অফিসার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও দপ্তরে প্রেরণ করা হয়।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি, হাজী রফিক মিয়া ফাতু, আলহাজ্ব মাওঃ আব্দুল ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান আফজল,মহিলা বিষয়ক সম্পাদিকা সুফিয়া রহমান ইতি,ওয়ার্ড সম্পাদক আব্দুল মুতলিব ও অশোক চন্দ,প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে,বৃহত্তর সিলেট অন্যতম জংশন কুলাউড়া রেলওয়ে জংশন, এই জংশনের মাধ্যমে মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী,বড়লেখা রাজনগর ও সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার হাজার হাজার যাএী সাধারণ ঢাকা ও চট্টগ্রাম যাতায়াত করেন।কিন্তু দুঃখ জনক হলেও সত্য ঢাকাগামী আন্তনগর উপবন, কালনী, জয়ন্তিকা, পারাবত ও চট্টগ্রামগামী উদয়ন পাহাড়িকা সহ ট্রেন সমুহে প্রয়োজনের তুলনায় আসন সংখ্যা অত্যন্ত কম।
ট্রেনের আসন সংখ্যা কম হওয়ার কারনে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বৃহত্তর জনগোষ্ঠীর জন্য যে পরিমাণ আসন সংখ্যা রয়েছে তা অত্যান্ত অপ্রতুল। প্রয়োজন মতো টিকেট না পাওয়ার কারণে জনমনে ক্ষোভ ও অসন্তুষ্টির সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগ লাগবে ও বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে অভিলম্বে ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি এখন সময়ের দাবী।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us