কুলাউড়ায় গণটিকা সফলে প্রশাসনের প্রস্তুতি সভা।

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

কুলাউড়ায় গণটিকা সফলে প্রশাসনের প্রস্তুতি সভা।
booked.net

নিজস্ব সংবাদ দাতাঃ- আগামী ২৬ ফেব্রুয়ারী শনিবার গণটিকা কর্মসুচী সফল করার লক্ষ্যে গত মঙ্গলবার এক প্রস্তুুতি সভা কুলাউড়া উপজেলা পরিষদ সভা কক্ষে সম্পন্ন হয়েছে।

এ সময় গণটিকা কর্মসুচী সফলে শতভাগ বাস্তবায়নের আহবান জানিয়ে বক্তব্য রাখেন কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধি নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান বৃন্দ যথাক্রমে- মমদুদ হোসেন, আজিজুর রহমান মনির, আব্দুল মালিক, আব্দুর রব মাহবুব, জাফর আহমদ গিলমান ও মুহিবুল ইসলাম আজাদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফেরদৌস আক্তার।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- কুলাউড়া ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ আব্দুর রকিব, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, আদিবাসী নেত্রী বাবলি তালাং,কুলাউড়া  উপজেলা যুবলীগ সম্পাদক মইনুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগ সম্পাদক আবু সায়হাম রুমেল, প্রমুখ।

উল্লেখ্য যে, আগামী ২৬ ফেব্রুয়ারী ১৮ বছরের উর্দ্ধের বয়সী কুলাউড়া  উপজেলার ১৭ হাজার মানুষের মধ্যে কোভিড প্রতিরোধী টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  ঐদিন প্রতি ইউনিয়নের পুরাতন ৩ ওয়ার্ডের টিকা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতি ইউনিয়নের ৩৫০ জনকে ‘কোভিড প্রতিরোধী টিকার ১ম ডোজ’ প্রদান করার পাশাপাশি ১টি করে উন্নতমানের মাস্ক বিতরণ করা হবে। তাছাড়া টিকাগ্রহনকারীদের কোন ধরনের সনদ ছাড়া শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করে টিকা প্রদান করতে পারবেন ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad