কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২

কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত।
booked.net

সংবাদ দাতাঃ- কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এক মত বিনিময় সভা গত ৬’ই ফেব্রুয়ারি ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির সহ সভাপতি  মোঃ সাইদুর রহমানের  সঞ্চালনায় ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি  মোঃ আবুল মনসুর’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আলী আমজদ স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন সহ সমিতির অন্যান্য সদস্য ও শিক্ষক বৃন্দ।

মত বিনিময় সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও  জোরদার করার পাশাপাশি কুলাউড়া উপজেলায় শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!