বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া নজিরবিহীন – নাদেল।

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২১

বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া নজিরবিহীন – নাদেল।
booked.net
Manual8 Ad Code

আব্দুল কুদ্দুসঃ- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন- শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া বিশ্বের উন্নত দেশের পক্ষেও সম্ভব হচ্ছে না। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিচ্ছে যা নজিরবিহীন ঘটনা।

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় কুলাউড়ার কর্মধায় বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলীম মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবন উদ্বোধন এবং কর্মধা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শফিউল আলম নাদেল আরো বলেন, এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে তিনি একযোগে কাজ করার আহবান জানান।

Manual4 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল নিজাম চৌধুরী মাশহুদ মাজেদ। মাদ্রাসার সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও ম্যানেজিং কমিটির সদস্য আজাদ মিয়ার যৌথ পরিচালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর্মধা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, মাদ্রাসার সুপার মুফতি মাও. আহসান উদ্দিন, ইউপি সদস্য হেলাল আহমদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকদ্দছ আলী, প্রমুখ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!