ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন।

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২১

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন।
booked.net

শহর প্রতিনিধিঃ- “মুজিব বর্ষে শপথ করি,দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি′′ প্রতিপাদ্য কে সামনে রেখে আজ বৃহস্পতিবার  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪-৬ তিন দিন ব্যাপী ফায়ার সপ্তাহ ২০২১খ্রিঃ উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় কুলাউড়া দক্ষিণ বাজারস্থ  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে  কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের শুভ  উদ্বোধন ঘোষনা করেন ।

স্টেশন ইনচার্জ মো. সোলায়মান আহমদ’র সভাপতিত্বে ও ফায়ার ফাইটার মো. কামাল হোসেন’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। বক্তারা কুলাউড়া ফায়ার সার্ভিস টিমের সকল  কার্যক্রমের ভুয়সী প্রশংসার পাশাপাশি  ফায়ার সার্ভিসকে আরও আধুনিকরণের দাবি জানান।

সভার পূর্বে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা-এটিএম ফরহাদ চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মো. আব্দুল কাইয়ুম।

উক্ত অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের  সকল কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য গনের উপস্থিতিতে  ফায়ার স্টেশন ইনচার্জ মো. সোলায়মান আহমদ তার বক্তব্যে কুলাউড়া ফায়ার স্টেশনের বিভিন্ন  কার্যক্রম তুলে ধরেন।


পরিশেষে দুর্যোগ দুর্ঘটনায় ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স সহ ৩টি গাড়ি দিয়ে এক র‌্যালি কুলাউড়া শহর প্রদক্ষিণ ও অগ্নিদুর্ঘটনায় করণীয় সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad