মুমিনের প্রকৃত আচার-ব্যবহার ও গুণাবলী৷

প্রকাশিত: ৩:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১

মুমিনের প্রকৃত আচার-ব্যবহার ও গুণাবলী৷
booked.net

মানুষের আচার-ব্যবহার দ্রুত পাল্টাচ্ছে। সমাজ বদলানোর দৃশ্যগুলো দেখা মেলে পরস্পরের সম্বোধন, কথাবার্তায় গালি ও নোংরা শব্দ ব্যবহারের আধিক্যে। ব্যক্তিগত আলাপচারিতা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি বক্তব্য-বিবৃতিতে এসব পরিলক্ষিত হয়।

নোংরা ভাষা অনেকের কাছে সাধারণ ভাষায় পরিণত হয়েছে। মা-বাবা কিংবা বংশ তুলে গালাগাল যেন পান্তাভাত এখনকার ছেলে-মেয়েদের কাছে। আমাদের সন্তানরা চারপাশের নোংরা পরিবেশ থেকে শিক্ষা নিয়ে যে পরিমাণ অসুস্থ ও অনৈতিক চিন্তার অধিকারী হচ্ছে তা কল্পনাতীত। আপনি-আমি এগুলো এড়িয়ে চললেও অধিকাংশ কোমলমতি শিশু-কিশোর কৌতূহলের বশে, নতুনত্বের মজায় এসব আহরণ করছে। এহেন ন্যক্কারজনক অবস্থায় আমাদের শিক্ষাব্যবস্থা, সমাজনীতি, মানুষের মূল্যবোধ এত দুর্বল হয়ে পড়েছে যে, মৌখিক ও বাস্তবিক উভয় দৃষ্টিকোণ থেকে মানুষ নোংরা স্বভাবের, নোংরা চরিত্রের হয়ে পড়ছে। যা কোনোভাবেই কাম্য নয়।

Ad