প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১
বিনোদন ডেস্কঃ- (১) বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যার নামটি স্বর্ণ অক্ষরে লেখা, তিনি নায়ক- সালমান শাহ। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) তার ২৫তম মৃত্যুবার্ষিকী। এদেশের সিনেমাপ্রেমীদের জন্য ৬ সেপ্টেম্বর দিনটি অত্যন্ত শোকের ও মাতমের। যদিওবা,নতুন প্রজন্মকে সিনেমা মুখী করা সিলেটের সন্তান সালমানের মৃত্যু রহস্য এখনো অস্পষ্ট।
(২) ১৯৯৬ সালের এই দিনে ক্ষণজন্মা এই চিত্রনায়ক পৃথিবীর মায়া ত্যাগ করেন। দিনটিতে প্রিয় অভিনেতাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে ভক্ত ও সহকর্মীরা স্মরণ করছে। ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী।
(৩) দেশীয় সিনেমায় ধূমকেতু হয়েই যেন ধরা দিয়েছিলেন সালমান শাহ। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন তিনি। একই সিনেমায় অভিষেক ঘটে চিত্রনায়িকা মৌসুমীরও। সবাইকে তাক লাগিয়ে দিয়ে প্রথম সিনেমাতেই সাফল্যের দেখা পান সালমান শাহ। তার চলন-বলন ও পোশাক-পরিচ্ছদ তরুণ/তরুণীদের মন জয় করে নেয়। নায়ক সালমান ও ব্যক্তি সালমান দুইটিই জনপ্রিয়তার শীর্ষ স্পর্শ করে।
(৪) ক্যারিয়ারের শুরুতে কাজ করেছেন ছোট পর্দায়। ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’তে নাটকে তিনি অভিনয় করেছেন । এছাড়া প্রচুর বিজ্ঞাপনে কাজ করেছেন সালমান শাহ।
(৫) সালমান শাহ অভিনীত সিনেমাগুলো হলো- কেয়ামত থেকে কেয়ামত (বিপরীতে-মৌসুমী), তুমি আমার (শাবনূর), অন্তরে অন্তরে (মৌসুমী), কন্যাদান (লিমা), জীবন সংসার (শাবনূর), চাওয়া থেকে পাওয়া (শাবনূর), সুজন সখী (শাবনূর), বুকের ভেতর আগুন (শাবনূর), এই ঘর এই সংসার (বৃষ্টি), স্নেহ (মৌসুমী), বিচার হবে (শাবনূর), প্রেমযুদ্ধ (লিমা), মহা মিলন (শাবনূর), তোমাকে চাই (শাবনূর), বিক্ষোভ (শাবনূর), আশা ভালোবাসা (শাবনাজ), মায়ের অধিকার (শাবনাজ), আঞ্জুমান (শাবনাজ), আনন্দ অশ্রু (শাবনূর), প্রেম পিয়াসী (শাবনূর), সত্যের মৃত্যু নেই (শাহনাজ), প্রিয়জন (শিল্পী), শুধু তুমি (শ্যামা), স্বপ্নের পৃথিবী (শাবনূর), স্বপ্নের নায়ক (শাবনূর), দেন মোহর (শাবনূর) ও স্বপ্নের ঠিকানা (শাবনূর)।
(৬) ‘বুকের ভেতর আগুন’ ছিল তার অভিনীত শেষ সিনেমা। তার সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি (১৪টি) সিনেমায় অভিনয় করেছেন শাবনূর। ভক্তদের জন্য মাত্র তিন বছর বড় পর্দায় কাজ করার সুযোগ পেয়েছিলেন চিত্রনায়ক সালমান শাহ। এই অল্প সময়েই তিনি এপার-ওপার বাংলার সকলের হৃদয় জয় করে একের পর এক উপহার দিয়েছেন সুপারহিট সিনেমা। তার অভিনীত সিনেমার সংখ্যা মোট ২৭টি।
(৭) প্রসঙ্গত, ১৯৯৬ সালে নিজ ঘরে সালমান শাহ’কে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশের একাধিক রিপোর্টে বিষয়টিকে আত্মহত্যা বলা হয়েছে। কিন্তু তাকে হত্যা করা হয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছেন সালমানের মা নীলা চৌধুরী।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us