প্রাথমিক-মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ১২ সেপ্টেম্বর।   

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২১

প্রাথমিক-মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ১২ সেপ্টেম্বর।   
booked.net


নিউজ ডেস্কঃ ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি জানান, ‘আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব, ইনশাআল্লাহ। স্কুল-কলেজগুলো খোলার জন্য আমরা আগেই প্রস্তুতি গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, এজন্য আমরা ১২ সেপ্টেম্বরকে নির্ধারণ করেছি।’

শুক্রবার (০৩.৯.২১ইং) চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের’ও গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলমান থাকবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বেশিরভাগ শিক্ষকই টিকা নিয়েছেন। এছাড়া ১২ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে।’

তাছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পর্কে দীপু মনি বলেন, ‘আগের ঘোষণা অনুযায়ী পরীক্ষা হবে। অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।’

 

 

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad