জাতীয় ক্রীড়া পুরুস্কার পাচ্ছেন কুলাউড়ার সাঈদ উর রব৷

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

জাতীয় ক্রীড়া পুরুস্কার পাচ্ছেন কুলাউড়ার সাঈদ উর রব৷
booked.net

স্টাফ রিপোর্টঃ- জাতীয় পর্যায়ে কুলাউড়ার একমাত্র অ্যাথলেট সাঈদ উর রব দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ সম্মান জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন৷

২০১৩ সাল থেকে ৮ বছরে ৮৮ জন ক্রীড়াব্যক্তিত্ব পাচ্ছেন জাতীয় এই ক্রীড়া পুরস্কার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিডিউল পাওয়া গেলেই মনোনীতদের হাতে ক্রীড়া পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

১৯৭৭- ১৯৮৮ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় চ্যাম্পিয়নশীপে সর্বমোট ১৮ টি মেডেল অর্জন করেন। এ্যাথলেটিক্সে আট বার নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙ্গেন এবং উনার গড়া সর্বশেষ রেকর্ড ২৫ বছর পর ভাঙ্গে।

তাছাড়া জাতীয় রেসলিং চ্যাম্পিয়ন শীপে ১৯৮১ এবং ১৯৮২ সালে টানা দুইবার হেভিওয়েট রেসলিংয়ে স্বর্ন পদক লাভ করেন তিনি ।

আমেরিকা নিউজ এজেন্সির (এনা)র প্রধান সম্পাদক সাঈদ উর রব প্রবাসে অবস্থান করলেও কুলাউড়াকে নিয়ে পরিকল্পিত স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের একমাত্র স্পোর্টস মিউজিয়াম “মাহে মনি আর্টস এন্ড স্পোর্টস মিউজিয়াম” তৈরী করছেন যা ইতিমধ্যেই আলোড়ন সৃস্টি করেছে। উল্লেখ্য যে, সাঈদ উর সাবেক এমপি এম এম শাহীনের সহোদর।

Ad