করোনা আপডেট : কুলাউড়ায় আরও ১৬ জন শনাক্ত।

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১

করোনা আপডেট : কুলাউড়ায় আরও ১৬ জন শনাক্ত।
booked.net

 

রাহিম আহমেদ মান্নাঃ– মৌলভীবাজার জেলার মধ্যে কুলাউড়ায় সবচেয়ে বেশি করোনা রোগী (কোভিড-১৯) আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে আজ মঙ্গলবার (৬ জুলাই) ১৬ জনের নমুনা পরীক্ষায় করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়।

করোনাক্রান্তরা হলেন- কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবিকা রুসনা বেগম, পৌর শহরের ইসরাক হামীম মাহী, উছলাপাড়ার মাহবুব আলম ও জান্নাত আরা খাঁন, লক্ষীপুর মিশন এলাকার জাহানারা বেগম, ফটিগুলীর বঙ্গজিত সিনহা,সাদেকপুরের শিরিন জান্নাতুন চৌধুরী ও ফজলুর রহমান চৌধুরী, নন্দনগরের শ্যামলী রাজিয়া আক্তার,কর্মধার ফরিদ আহমদ, কাদিপুরের আবু রওশন চৌধুরী, মনসুর এলাকার রুসনা বেগম, সমির হোসেন ও শিমাতুল জান্নাত, জয়চন্ডী ইউনিয়নের লায়লা বেগম ও শিপরা রানী ধর।

আরো পড়ুনঃ   বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট। গরীব দেশগুলো দিশেহারা। 

করোনা আক্রান্ত ১৬ জন গত রোব ও সোম বার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের স্যাম্পল জমা দেন। রিপোর্টে আজ তাদের করোনা পজিটিভ আসে। হাসপাতাল কর্তৃপক্ষ করোনায় আক্রান্তদের বাড়ি লকডাউন করে নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।

Ad

Follow for More!