২০২৫ সালের ইসলামিক দিবস সমূহ।

প্রকাশিত: ৬:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

২০২৫ সালের ইসলামিক দিবস সমূহ।
booked.net

ধর্ম ডেস্ক:- প্রতিটি ইসলামি দিবসের সঙ্গে জড়িয়ে আছে গভীর তাৎপর্য ও শিক্ষা, যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। তাই ইসলামি দিবস সমূহ সম্পর্কে সঠিক জ্ঞান থাকা শুধুমাত্র একটি ব্যক্তিগত দায়বদ্ধতা নয়, বরং এটি ধর্মীয় চেতনার উন্নয়ন আর সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালনে সহায়ক। আসুন জেনে নেই, ২০২৫ সালের ইসলামিক দিবস সমূহ-

 

শবে মেরাজ:- রসুলুল্লাহ (সা.)-এর ঊর্ধ্বজগৎ ভ্রমণ। ২৭ রজব ১৪৪৬, ২৮ জানুয়ারি, মঙ্গলবার। এ দিন সরকারি ছুটি নেই।

 

শবে বরাত:- মুক্তির রাত। ১৫ শাবান ১৪৪৬, ১৫ ফেব্রুয়ারি, শনিবার। এ দিন সরকারি ছুটি আছে।

 

রমজান শুরু:- মহিমান্বিত রমজান মাস। ১ রমজান, ২ মার্চ শনিবার। এ দিন সরকারি ছুটি নেই।

 

জুমাতুল বিদা:- কিছু মুসলিমের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। রমজান মাসের শেষ শুক্রবার। ২৮ মার্চ, শুক্রবার। সরকারি ছুটি আছে।

 

শবে কদর:- ভাগ্যনির্ধারণী রাত। ২৭ রমজান ১৪৪৬, ২৮ মার্চ, শুক্রবার। সরকারি ছুটি আছে।

 

ঈদুল ফিতর:-মুসলিম উম্মাহর বার্ষিক ধর্মীয় উৎসব। ১ শাওয়াল ১৪৪৬, ৩১ মার্চ, সোমবার। সরকারি ছুটি আছে।

 

ঈদুল আজহা:- মুসলিম উম্মাহর বার্ষিক ধর্মীয় উৎসব। ১০ জিলহজ ১৪৪৬, ৭ জুন, শনিবার। সরকারি ছুটি আছে।

 

আশুরা:- ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও ইবাদতের বিশেষ দিন। ১০ মুহাররম ১৪৪৭, ৬ জুলাই, রবিবার। সরকারি ছুটি আছে।

 

আখেরি চাহার সোম্বা:- রসুলুল্লাহ (সা.)-এর প্রচণ্ড অসুস্থতা থেকে সুস্থতা লাভ। সফর মাসের শেষ বুধবার, ২০ আগস্ট, বুধবার। সরকারি ছুটি নেই।

 

ঈদে মিলাদুন্নবি (সা.):- রসুলুল্লাহ (সা.)-এর শুভ আগমন। ১২ রবিউল আউয়াল ১৪৪৭, ৫ সেপ্টেম্বর, শুক্রবার। সরকারি ছুটি আছে।

 

ফাতেহা ইয়াজদাহম:- আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস। ১১ রবিউস সানি ১৪৪৭, ৪ অক্টোবর, শনিবার। সরকারি ছুটি নেই।

 

সূত্র:- ইসলামিক ফাউন্ডেশন।

Ad