১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু।

প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩

১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু।
booked.net

নিজস্ব সংবাদ দাতাঃ- আগামী ১৩ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ নদের তীরের ১৬০ একর বিশাল ময়দানে বিশ্ব ইজতেমা সামনে রেখে প্যান্ডেল নির্মাণের কাজ এগিয়ে চলছে পুরোদমে। নিরলসভাবে প্যান্ডেল নির্মাণের কাজ করছেন প্রতিদিন বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী।

টঙ্গীর ইজতেমার মাঠের কাজের সাথে সংশ্লিষ্টরা জানান, ১৩ জানুয়ারি (শুক্রবার) শুরু হয়ে ১৫ জানুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। মাঝে ৪দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি (শুক্রবার) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন। ২২ জানুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার শেষ হবে।

২০২০ সালে ৫৫তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার পর করোনা মহামারির কারণে গত দুই বছর ২০২১ ও ২০২২ সালে ইজতেমা অনুষ্ঠিত হয়নি। এদিকে টঙ্গী, গাজীপুর, উত্তরা, তুরাগ, কামারপাড়া, আশুলিয়া, মিরপুর সহ বিভিন্ন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র, মসজিদের মুসল্লি, তাবলীগের তিন চিল্লার সাথী, পুলিশ ও র‌্যাবের সদস্যরা স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। কেউ কেউ ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন, পুরনো ড্রেন সংস্কার, বাঁশের খুঁটি পোতা, পাটের চট দিয়ে সামিয়ানা তৈরি, ময়দানের চারপাশের স্থাপিত অযু-গোসলের চৌবাচ্চা, টয়লেট গুলো সংস্কারের কাজে ব্যস্ত রয়েছেন।

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে পুরো ইজতেমা ময়দান কে তিনটি সেক্টরে ভাগ করে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে। বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে ময়দানের আশপাশে ৭ হাজার ৫শ’ ৩৯জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

Ad