হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে কুলাউড়ায় শহীদি মার্চ কর্মসূচি পালিত।

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৪

হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে কুলাউড়ায় শহীদি মার্চ কর্মসূচি পালিত।
booked.net

শাহরিয়ার চৌধুরী:- কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র-জনতার উদ্যোগে ‘শহীদি মার্চ’ পালিত হয়েছে। গণঅভুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে এই কর্মসূচি পালন করা হয়।

 

৫’ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)বিকেলে পৌর শহরের ডাকবাংলা মাঠ থেকে শহীদি মার্চের পদযাত্রা শুরু করেন স্থানীয় শিক্ষার্থীরা।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান স্বমন্বয়ক আতিকুর রহমান তারেক, সমন্বয়ক জাহিদুল ইসলাম, রায়হান আহমদ, হাসান আল বান্না রাহী, আদনান চৌধুরী, শামিম আহমদ, স্বপ্নীল ঘোষ,নাহিদুর রহমান, শিমুল আহমদ, সাকেল আহমদ, সাদমান আহমদ,জাকির আহমদ সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।

 

এসময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে- আবু সাঈদ মুগ্ধ’ ‘তুমি কে আমি কে- বাংলাদেশ বাংলাদেশ’, আজকের এই দিনে শহীদদের মনে পড়ে’, ‘সফল হোক সফল হোক- শহীদি মার্চ সফল হোক’, ‘শহীদদের কারণে- ভয় করি না মরণে’, শহীদের রক্ত- বৃথা যেতে দেবো না’ ইত্যাদি স্লোগানে শহর প্রকম্পিত করেন তারা। শহীদি মার্চ’টি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে সমাপ্তি করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad