হাফ ডজন গোলে বাংলাদেশের জয়।

প্রকাশিত: ৫:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩

হাফ ডজন গোলে বাংলাদেশের জয়।
booked.net

অনলাইন ডেস্কঃ-নানা সমালোচনায় মুখর দেশের ফুটবল আর ঠিক সেই সময় একটা বড় স্বস্তির খবর দিয়েছেন নারী ফুটবলের ছোট ছোট মুখের খেলোয়াড়রা। যাদের কাছে আজকের এই জয়টা কেউ আশাই করেনি। সেই মঞ্চ হতে জয় এনে দিয়েছেন নুসরাত জাহান মিতু, কানন রাণী বাহাদুর, সুলতানা আক্তার, পূজা দাস, থুইনু মার্মা, সুরভী আকন্দ প্রীতি, অধিনায়ক রুমা আক্তাররা। সিঙ্গাপুরের মাঠে অসাধারণ খেলেছেন। মেয়েদের ফুটবলেই এখন ভরসা। পুরুষ ফুটবলাররা দেশের মান সম্মান নষ্ট করতে করতে তলানিতে নামিয়েছেন। কোনো ভ্রুক্ষেপ নেই। আর অন্যদিকে যেসব মেয়েদের নিয়ে আশা ভরসা নেই সেই সব মেয়েরা ফুটবলের ক্যানভাসে দেশকে তুলে ধরছেন।

সিঙ্গাপুরে এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের গ্রুপ পর্বের খেলায় তিন দেশ লড়াই করছে। বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ, সিঙ্গাপুর এবং তুর্কমিনিস্তান। দুই দেশের সঙ্গে পেরে ওঠার কথাও না। সবদিক থেকে সিঙ্গাপুর এবং তুর্কমিনিস্তান শক্তির বিচারে এগিয়ে। সব কথা জেনেও সিঙ্গাপুরে প্রবাসীরা আগেই খেলার টিকিট সংগ্রহ করে। বাংলাদেশের মেয়েদের খেলা দেখতে দেশের পতাকা নিয়ে হাজির তারা। দেশের মানুষের সাপোর্ট পেয়ে জুঁথি, মিতু, অর্পিতা, জয়নব রিতা, গোলকিপার রাণী দাসরা ভীষণ উজ্জীবিত। গোলের জন্য মরিয়া হয়ে উঠল।তুর্কমিনিস্তানকে উড়িয়ে দিল বাংলার কিশোরীরা।

প্রথমার্ধেই তুর্কমিনিস্তানকে ৩-০ গোলে পিছিয়ে দিল। প্রথম ধাক্কায় সুযোগ পেয়ে গোল আদায় করে নিল। ৩ মিনিটে পূঁজা দাস, ১-০। ৫ মিনিটে থুইনু মার্মা ২-০, ৩৯ মিনিটে অধিনায়ক রুমা আক্তার গোল করেন ৩-০। দ্বিতীয়ার্ধে নেমে আবারও আক্রমণের ধারা রেখে গোল আদায় করে বাংলার মেয়েরা। থুইনু মার্মা নিজের দ্বিতীয় গোল করেন ৪-০। গোল শোধের চেষ্টা করে ব্যর্থ হয় তুর্কমিনিস্তানের সুঠাম দেহের ফুটবলাররা। বাংলাদেশের আক্রমণ ঠেকাতে গিয়ে লেজেগোবরে করে ফেলা রক্ষণ দুই বার পেনাল্টির ফাঁদে পড়ে। ৬০ মিনিটে সুরভী আকন্দ প্রীতি এবং এবং ৮২ মিনিটে তৃষ্ণা পেনাল্টি হতে গোল করেন।

আশঙ্কার কথা হচ্ছে তুর্কমিনিস্তানকে হাফ ডজন গোলে হারালেও খুব একটা চিন্তা মুক্ত থাকার সুযোগ কম। কারণ এই গ্রুপ থেকে একটা দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। সিঙ্গাপুর শক্তিশালী এবং ফেবারিট। বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগে সিঙ্গাপুর খেলবে তুর্কমিনিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে যদি সিঙ্গাপুর আরো বড় ব্যবধানে জয় পায় তাহলে বাংলাদেশের সম্ভাবনা কমে যাবে। সিঙ্গাপুরকে হারাতে পারলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠার সম্ভাবনা রয়েছে।

ছবিঃ- জয়ে উল্লসিত বাংলাদেশের মেয়েরা।

Ad