হাজীপুর সোসাইটি কুলাউড়ার উদ্যোগে এক লক্ষ টাকার চেক প্রদান।

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৩

হাজীপুর সোসাইটি কুলাউড়ার উদ্যোগে এক লক্ষ টাকার চেক প্রদান।
booked.net

নিজস্ব প্রতিনিধি:- হাজীপুর সোসাইটি কুলাউড়ার উদ্যোগে উপজেলার কর্মধা ইউনিয়নের দিঘল কান্দি গ্রামের জটিল রোগে আক্রান্ত সুধীর মালাকার’কে চিকিৎসার জন্য এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে চেক তুলে দেন হাজীপুর সোসাইটি কুলাউড়ার কো-চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

নাদেল তার বক্তব্যে হাজীপুর সোসাইটির ভূয়সী প্রশংসা করে বলেন সংগঠনটি জন্মলগ্ন থেকেই অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সোসাইটির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক, সোসাইটির সহ-সাধারণ সম্পাদক প্রভাষক খালিক উদ্দিন, কার্যকরি পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস, অর্থ সম্পাদক একে শমছু, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক হোসেন মনসুর উদ্দিন,হাজীপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন ও কর্মধা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক নিত্য মল্লিক। এসময় সোসাইটির সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবিঃ- সুধীর মালাকার’কে চিকিৎসার জন্য এক লক্ষ টাকার চেক প্রদান করছেন নাদেল।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad