স্রোত পরিবারের স্বজন সম্মাননা ও উন্মোচন উৎসব ২০২৫ অনুষ্ঠিত।

প্রকাশিত: ৫:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৫

স্রোত পরিবারের স্বজন সম্মাননা ও উন্মোচন উৎসব ২০২৫ অনুষ্ঠিত।
booked.net

নিজস্ব প্রতিনিধি:- স্রোত পরিবার হালাইমুড়া, কুমারঘাট, ঊনকোটি ত্রিপুরার উদ্যোগে রোববার ১৪ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে “মাসিক স্রোত সংবাদ প্রকাশ ও স্বজন সম্মাননা উৎসব : ২০২৫”। এ উপলক্ষে মাসিক স্রোত সংবাদ-এর দ্বাদশ সংখ্যা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক অশোকানন্দ রায়বর্ধন, কবি মিলনকান্তি দত্ত, সংগীতশিল্পী সুমিতা তালুকদারসহ বিশিষ্ট কবি-সাহিত্যিক ও শিল্পীরা। স্রোতের থিম সংগীতের সুরকার সুমিতা তালুকদার তাঁর সহযোগীদের নিয়ে থিম সংগীত পরিবেশন করেন। এ ছাড়া সংগীত পরিবেশন করেন কাকলি দত্ত, সুমিতা দেব, তন্ময় সেন ও অনিতা ভট্টাচার্য।

 

অনুষ্ঠানে কবি গোবিন্দ ধরের রচিত এক পঙক্তির তিনটি কাব্যগ্রন্থ—দ্রোহব্রীজ, দ্রোহকাল ও দ্রোহ—উন্মোচন করা হয়। একই সঙ্গে স্রোতের সঙ্গে যুক্ত লেখক ও স্বজনদের মধ্যে লেখক অনুদান ও স্বজন সম্মাননা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, লিটল ম্যাগাজিন আন্দোলনে মাসিক স্রোত সংবাদ প্রকাশ ও লেখকদের সম্মানিক প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রাবন্ধিক মন্টু দাস বলেন, স্রোত প্রকাশনা আজ যা ভাবে, ভবিষ্যতে অনেকেই তা অনুসরণ করে। কবি মিলনকান্তি দত্ত বলেন, এক পঙক্তির এই কাব্যগ্রন্থগুলো পাঠকমহলে সমাদৃত হবে।

 

অনুষ্ঠানে প্রায় চল্লিশজন কবি কবিতা পাঠ করেন। উল্লেখযোগ্য কবিদের মধ্যে ছিলেন মিলনকান্তি দত্ত, মন্টু দাস, নিবারণ নাথ, মধুমিতা ভট্টাচার্য, রতন চন্দ, অসীমা দেবী, পূরবী সিনহা, লীলাবতী সিনহা, উমা শীল ও বাপ্পা সরকার। অণুগল্প পাঠ করেন মধুমিতা ভট্টাচার্য ও রতন চন্দ।

 

অনুষ্ঠানে বলাকা এলামণি অ্যাসোসিয়েশন কবি গোবিন্দ ধরকে সম্মাননা প্রদান করে। সংগঠনটির থিম সংগীতের কথা রচনার জন্য এই সম্মাননা প্রদান করা হয় বলে জানান তন্ময় সেন।

 

অনুষ্ঠানের শেষে কবি গোবিন্দ ধর সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!