সীমান্ত দিয়ে শতাধিক ভারতীয়দের অনুপ্রবেশ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার।

প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৫

সীমান্ত দিয়ে শতাধিক ভারতীয়দের অনুপ্রবেশ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার।
booked.net

 

নিজস্ব প্রতিনিধি:- মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অন্তত ১০৩ জন ভারতীয় লোক বাংলাদেশে অনুপ্রবেশে করেছে। এদের মধ্যে রয়েছে নারী, পুরুষ ও শিশু। বিজিবির হাতে এখন পর্যন্ত আটক হয়েছে ৭৩ জন বলে জানা গেছে। বিজিবির পক্ষ থেকে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

এদিকে কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ৩০ জন অনুপ্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। তারা স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়েছেন বলে অনেকেই ধারণা করছেন। তবে এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

 

জানা গেছে, বৃহস্পতিবার (৮ মে) পর্যন্ত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ৭৩ জনকে আটক করেছে বিজিবি। এর আগে বুধবার বিকেলে কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করলে বিজিবি তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেন কমলগঞ্জ উপজেলার মানধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল। তিনি আরও জানান, বিজিবি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৫ জন লোককে আটক করে। এর মধ্যে ৯ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল, চট্টগ্রাম ও অন্যান্য জেলায়।

 

তিনি জানান, আটককৃতরা জানিয়েছে তারা দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের আসামে বসবাস করে আসছিল। হঠাৎ করে ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডারে নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেয়। তারা প্রায় তিন শতাধিক লোক ছিলেন। বিএসএফ তাদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেট খুলে ‘পুশ ইন’ করলে তারা বাংলাদেশে প্রবেশ করেন। তবে অন্যদের কোন সীমান্তে নিয়ে গেছে তারা বলতে পারেননি।

 

বুধবার সীমান্ত দিয়ে ভারতে থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে শতাধিক মানুষ। এ খবর ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে বিজিবি।ধলই সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫ জন, পাল্লাতল ও লাতু সীমান্ত থেকে ৫৮ জনকে আটক করা হয়েছে। কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে আরও ৩০ জন অনুপ্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে।

 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মেহেদী হাসান বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad