সাবেক ছাত্রনেতা রিয়াদের জানাজা ও দাফন সম্পন্ন।

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১

সাবেক ছাত্রনেতা রিয়াদের জানাজা ও দাফন সম্পন্ন।
booked.net

 

স্টাফ রিপোর্টঃ- কুলাউড়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ এর জানাজার নামাজ আজ দুপুর ২ঃ৩০ মিনিটের সময় ব্রাম্মনবাজাস্থ তার নিজ বাড়ির সম্মুখে ও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দাফনকাজ সম্পন্ন করেছেন কুলাউড়া কোভিড ১৯’ টীমের সদস্যরা। এ সময় ব্রাম্মনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, তার পরিবারবর্গ, দীর্ঘ দিনের সহপাঠী, বন্ধু বান্ধব ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, আরিফুল ইসলাম রিয়াদ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে গত ৭ জুলাই, বুধবার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দেন। ৯ জুলাই শুক্রবার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।

এদিকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটের রাকিব রাবেয়া ক্লিনিকে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮ঃ৩০ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহী..রাজেউন)।

আরিফুল ইসলাম রিয়াদ(৩৮) কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের বাসিন্দা অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে।

মৃত্যু কালে তিনি ৫ ভাই ও তিন বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সদা হাস্যজ্বল ও সর্বজন প্রিয় রিয়াদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad