সাকিব ফেরায় খুশি ডমিঙ্গো।

প্রকাশিত: ৫:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২২

সাকিব ফেরায় খুশি ডমিঙ্গো।
booked.net

ক্রীড়া ডেস্কঃ- দক্ষিণ আফ্রিকায় ক্রিকেটের তিন সংস্করণে এখন পর্যন্ত জয়শূন্য বাংলাদেশ। সেকথা মাথায় রেখে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো নিজেদের ‘আন্ডারডগ’ হিসাবে স্বীকার করে নিতে কুণ্ঠিত হননি।

ডমিঙ্গোর দেশে বাংলাদেশের জয়খরা এবার কি ঘুচবে? তার আশা, এবার অচলায়তন ভাঙবে। বুধবার বাংলাদেশ কোচ সাংবাদিকদের বলেন, ‘আমরা অবশ্যই এখানে আন্ডারডগ হিসাবে এসেছি। এর আগে এদেশে একটি ম্যাচও জিতিনি আমরা। দক্ষিণ আফ্রিকা নিজেদের কন্ডিশনে খেলবে। এই কন্ডিশনে ওদের হারানো কঠিন। ডমিঙ্গো মেনে নিচ্ছেন, সম্প্রতি ভারতকে ৩-০ ব্যবধানে হারানো প্রোটিয়ারা ফেভারিট হিসাবে সিরিজ শুরু করবে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুক্রবার।

সাকিব আল হাসান দলে ফেরায় ডমিঙ্গো খুশি। ‘ওর মতো একজন অভিজ্ঞ এবং বিশ্বমানের খেলোয়াড়কে পাওয়াটা দারুণ। সে এই সফরে এসেছে, এজন্য আমরা খুশি। সাকিব দলে ভারসাম্য তৈরি করে। ওর উদ্যম, মানসিকতা এবং কঠোর পরিশ্রম মুগ্ধ করার মতো। আমার কাছে সিনিয়র কিংবা জুনিয়র বলে কোনো খেলোয়াড় নেই। এগারোজন খেলোয়াড়কে নিয়েই একাদশ’, বলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ।

সূত্রঃ- দৈনিক যুগান্তর।

Ad